দুইশ’ গ্রাম গাঁজাসহ সাইদুল ইসলাম নামে এক গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সে যশোর সদর উপজেলার চাউলিয়া গ্রামের হোসেন আলী মোল্যার ছেলে। নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই গোলাম মর্তুজা জানান,রোববার ১২ জুলাই সকাল পৌনে ১০ গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার চাউলিয়া গ্রামের বস ইট ভাটার পাশে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে গাঁজা নিয়ে অবস্থানকারী সাইদুল ইসলাম দ্রুত পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তার দখল হতে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে তাকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করেন।
রাতদিন সংবাদ
- Advertisement -