যশোরে সংবাদ সম্মেলন ও মানবন্ধনে মিথ্যা তথ্য দিয়ে মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়েছে দাবী করে জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনর বিরুদ্ধে আদালতে পাঁচ কোটি টাকার মানহানী মামলা হয়েছে। মোশাররফ হোসেন পূর্ববারান্দিপাড়া বটতলা এলাকার আব্দুল মতিনের ছেলে। বুধবার শহরের বারান্দিপাড়া কদমতলা এলাকার কাজী মোহাম্মদ হুসাইন বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দিন হোসাইন অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। মামলার অভিযোগে বাদী উল্রেখ করেন, মোহাম্মদ হুসাইন দীর্ঘদিন ধরে সুনামের সাথে যশোর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাজীর দায়িত্ব পালন করছেন। মোশাররফ হোসেন পৌরসভার ১ ও ৯ নম্বর ওয়ার্ডের কাজী। তিনি বিভিন্ন অনিয়মের সাথে জড়িত।তার নামে থানায় চারটি মামলা রয়েছে। নানা ধরণের অপকর্ম সে জড়িত। এতে বাধা দেয়ায় মোহাম্মদ হুসাইনের সাথে তার বিরোধ হয়। এরই জের ধরে গত ৯ সেপ্টেম্বর মোশাররফ হোসেন বোমা হামালার মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলন ও পরের তিন থানায় মামলা করেন। পরে ১৩ সেপ্টেম্বর একই অভিযোগে তার কিছু নিজস্ব লোক দিয়ে মানববন্ধ করে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করান। এসব ঘটনার সাথে মোহাম্মদ হুসাইন কোন ভাবে জড়িত নয়। বিষয় তিনি স্বাক্ষীদের মাধ্যমে জানতে পারেন। এসব মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ কারয় মোহম্মদ হুসাইনের ৫ কোটি টাকার মানহানি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
রাতিদিন সংবাদ