Monday, September 16, 2024

যশোরে কলেজ শিক্ষার্থীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, আটক শরিফ দু’দিনের রিমান্ডে

যশোরে এক কলেজ  শিক্ষার্থীকে ধর্ষন করে তা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে ব্লাক মেইলের  অভিযোগে দায়েরকরা মামলায় আটক লম্পট এসএম শরিফকে মঙ্গলবার থেকে দু’ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এসএম শরিফ বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের পিরজং ইউনিয়নের তৈয়বুর রহমানের ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা যশোর সদর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক তুষার কুমার মন্ডল গত ১১ জুলাই এসএম শরিফকে গ্রেফতার পূর্বক আদালতে চালান দিয়ে ৫ দিনের রিমান্ডের আবেদন জানান। ১৪ জুলাই মঙ্গলবার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মুহাম্মদ আকরাম হোসেন রিমান্ড শুনানী শেষে এসএম শরিফকে জিজ্ঞাসাবাদের জন্য দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, গত বছর ২৪ নভেম্বর দুপুর ১২ টায় ও চলতি বছরের ২৮ জুন দুপুর ২ টার পর শহরের সার্কিট হাউস পাড়া রোডস্থ ইকবাল মঞ্জিল ( ইকবাল মঞ্জিল সার্ভিসড এপার্টমেন্ট) নামক আবাসিক হোটেলের ডিই ৪০৩ নং রুমে নিয়ে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষন করে। উক্ত ধর্ষনের ছবি মোবাইলে ভিডিও ধারণ করে রাখে। পরবর্তীতে কলেজ  শিক্ষার্থীর বাবাকে  দেখিয়ে ব্লাক মেইল করে। এ ঘটনায়  কোতয়ালি মডেল থানায় ১০ জুলাই মামলা দায়ের করেন  ও মেয়ে পিতা।
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত