Tuesday, September 10, 2024

যশোরে করোনা শনাক্ত তিনহাজার ছাড়ালো, বুধবার ৩১

- Advertisement -

বুধবার যশোরে আরো ৩১ জন করোনা শনাক্ত হয়েছেন। এদিনে যবিপ্রবি থেকে আসা ১শ’২৩ নমুনার মধ্যে ৩১জন শনাক্ত হয়েছেন। এছাড়া এদিন  খুলনা মেডিকেল থেকে ৮ টি নেগেটিভ ফলাফল এসেছে। শনাক্তদের মধ্যে যশোর সদরের রয়েছেন ১৯ জন। এছাড়া অভয়নগরের ৫, শার্শার ৫ জন ও বাঘারপাড়ার রয়েছে ২জন । আজ নতুন ৩১ জন সহ এ পর্যন্ত যশোরে মোট শনাক্ত হয়েছেন ৩ হাজার ২ জন। অভয়নগর উপজেলার নওয়াপাড়া রানাভাটা  এলাকায় আলী আহম্মেদ (৬৫) নামে একজনের নমুনা ফলাফল পজেটিভ এসেছে।তবে তিনি ২৩ আগস্ট মৃত্যু বরণ করেছেন। ফলে মৃত্যুর তালিকায় আরো একজন যোগ হয়ে ৩৮এ পৌছেছে।   যশোরে মোট সুস্থ্ হয়েছেন ১৮শ’২৩ জন। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডাক্তার রেহনেওয়াজ রনি।

উল্লেখ্য,  চারপাশে মানুষের বেপরোয়া চলাচলে বোঝার উপায় নেই যশোরে করোনাভাইরাস পরিস্থিতির কি হাল। অথচ প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাস আক্রান্ত ও মৃত্যুর তালিকা। আজ তা তিন হাজার ছাড়িয়েছে। মানুষের অসচেতনতায় ঝুঁকিতে পড়ছে জনজীবন। স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। এতে সংক্রমণ বৃদ্ধি ও মৃতের সংখ্যা বাড়ছেই। তবুও মানুষ সচেতন হচ্ছে না। যেন সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়েই চলছে বেপরোয়া জীবনযাপন। এমতাবস্তায় সচেতনতার বিকল্প নেই বলে মন্তব্য করছেন স্বাস্থ্য বিভাগ।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত