যশোরে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় চার হাজার দাড়িয়েছে। জেলায় আক্রান্তের সংখ্যা তিন’ হাজার নয়শ’ ১৮ । শুক্রবার নতুন করে ১৩ জন আক্রান্ত হওয়ার পর এটি হয়েছে। একই সাথে সুস্থ হয়েছে তিন’ হাজার ২৯ জন। নতুন করে আক্রান্ত ১৩ জনের মধ্যে সদর উপজেলার সাত জন। এছাড়া, অভয়নগরে তিন, বাঘারপাড়ায় দুই ও চৌগাছায় একজন রয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের মিডিয়া ফোকাল পার্সন ডাক্তার রেহেনেওয়াজ রনি জানান, নতুন আক্রান্তদের বাড়ি লকডাউনসহ অন্যান্য কার্যক্রম পরিচালনার জন্যে তালিকা স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে ৫৪ টি ফলাফল পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ১০ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা তিন হাজার নয়শ’ ১৮ জন। সুস্থতার সংখ্যা তিন হাজার চারশ’ ২৯। মৃত্যু হয়েছে ৪৬ জনের। চিকিৎসাধীন অবস্থায় আছেন চারশ’ ১৭ জন এরমধ্যে বাড়িতে চিকিৎসাধীন চারশ’ সাত এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১০ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় যশোর জেলায় ৩১৮ জনকে করোনামুক্তির সনদ দেওয়া হয়েছে; যা এযাবৎকালের সর্বাধিক।শুক্রবার আক্রান্তরা হলেন,যশোর শহরের বারান্দীপাড়ার মো. বোরহান (৬০), সিটি কলেজপাড়ার রূপভান নেসা (৬৫), মো. আব্দুল হাই (৪৮) ও রিতা (৩৭), শহরতলির নওদাগ্রামের আব্দুল্লাহ (২০), সদর উপজেলার দুর্গাপুরের সবুজ (২২) এবং বসুন্দিয়ার কবির (৫২)।আরো আছেন চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের জামিরা গ্রামের মো. জাহাঙ্গীর (৩৫), বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কানিজ ফাতেমা (৫০) ও নাদিয়া নিশাত (২৮) এবং অভয়নগর উপজেলার গুয়াখোলা ছয় নম্বর ওয়ার্ডের জুবায়ের (২৭), জালাল (৬১) ও চলিশিয়া একতারপুরের খাদিজা পারভিন (৫৫)।