Monday, September 16, 2024

যশোরে করোনায় মৃত ব্যক্তির লাশ দাফনে এগিয়ে এলো খেদমতে খলক ফাউন্ডেশন

- Advertisement -

যশোরের খাজুরায় কোভিড-১৯ পজিটিভ হওয়া মৃত এক ব্যক্তির লাশ দাফনে এগিয়ে এলো খেদমতে খলক ফাউন্ডেশন। সংগঠনটির যাত্রা শুরুর প্রথম দিনেই যাদবপুর গ্রামের অবসরপ্রাপ্ত সরকারি চাকুরীজীবী তবিবার রহমানের গোসল, কাফন, জানাযা ও দাফনের ব্যবস্থা করেন তাদের স্বেচ্ছাসেবক টিম।  রোববার দিবাগত রাত দেড়টায় মণিরামপুর থেকে ছয় সদস্যের একটি টিম যাদবপুর গ্রামে এসে যথাযোগ্য নিয়মে লাশ দাফনের কার্যক্রম শেষ করেন। খেদমতে খলক ফাউন্ডেশনের কেন্দ্রীয় টিমের সমন্বয়ক মুফতি আজীমুদ্দীনের নেতৃত্বে লাশ দাফনে অংশগ্রহণ করেন সদস্য মুফতি যুবায়ের, মাওলানা যুবায়ের, মোহাম্মদ রাশেদ ও মোহাম্মদ ইয়াহিয়া। এর আগে গত ৩ জুলাই কালীগঞ্জ উপজেলায় এক আত্মীয়ের বাসা থেকে তবিবার রহমান করোনায় আক্রান্ত হন। এরপর রোববার দুপুরে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত