- Advertisement -
যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনার ফুলসুরত (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত ফুলসুরত ঝিকরগাছা উপজেলার কৃষ্ণবাটি গ্রামের মাতব্বর সরদারের স্ত্রী। গত ৭ জুলাই জ্বর, গলাব্যথ্যা, শ্বাসকষ্ট ও ডায়াবেটিস সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফুলসুরত। চিকিৎসাধীন অবস্থায় ৯ জুলাই সকাল সাড়ে দশটার দিকে তার মৃত্যু হয়। এই তথ্য নিশ্চিত করেছেন জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ আহম্মেদ। করোনাভাইরাস পরীক্ষার জন্য মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাতদিন সংবাদ
- Advertisement -