Tuesday, September 10, 2024

যশোরে এতিম শিশুদের মুখে হাসি ফোটালো “হাসি-মুখ”

- Advertisement -

“ক্ষুধামুক্ত থাকুক সবাই’’ এ শ্লোগানকে সামনে রেখে ‘হাসি-মুখ’ এবার নতুন প্রজেক্ট হাতে দিয়েছে। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে তারা শহরের দুইটি এতিমখানায় খাবার বিতরণ করেছেন।প্রায় প্রতিদিন যাদের ভাগ্যে জোটে ডালভাত তাদের মুখে মুরগীর মাংশের তেহেরী পৌছে দিয়েছেন তারা। তাদের এ ধরণের কর্মসূচী আগামিতেও অব্যহত থাকবে বলে জানান  সংগঠনের  নেতৃবৃন্দ। তারা আরো জানান, যশোর সদর উপজেলার পাগলাদাহ মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং ও নতুন খয়ের তলা কবরস্থান মাদ্রাসা ও এতিমখানার ১শ’১০ জনের শিক্ষার্থীর মুখে তারা খাবার তুলে দেন। যখন তারা এতিমখানায় যেয়ে বাচ্চাদের মাঝে খাবার নিয়ে হাজির হলেন, তখন বাচ্চাদের চোখে-মুখে আনন্দ উল্লাসের অন্ত ছিলোনা। তারা যেন অনেকদিন পর বিশাল কিছু হাতে পেয়েছেন।মাদ্রাসাতে বসেই তারা নিজ প্রয়োজনমত তৃপ্তি সহকারে খেয়েছেন। খাওয়া শেষে তাদের মুখের নিষ্পাপ হাসি দেখে আয়োজকদের সব ক্লান্তি ম্লান হয়ে গিয়েছিলো । এটাই তাদের বড় প্রাপ্তি বলে জানান তারা। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ফারহান কাশেম অয়ন, মুরসালিন হাবিব, মোঃ মেহেদী হাসান , মেজবাউর রহমান, আছিয়া খাতুন ,সিলভিয়া রেজা প্রমুখ ।  উল্লেখ্য, “হাসি-মুখ” স্বেচ্ছায় রক্তদান, সামাজিক, অলাভজনক , অরাজনৈতিক এবং মানবকল্যাণমূলক তারুণ্যনির্ভর একটি সংগঠন। এক ঝাঁক তরুণের অক্লান্ত পরিশ্রমে ইতিমধ্যে সংগঠনটি যশোরের সর্বস্থরের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। সমাজ ও সামাজের মানুষের কল্যাণে  তারা ছুটে বেরাচ্ছেন যশোরের আনাচে, কানাচে, অলি গলি সহ বিভিন্ন প্রান্তে। ‘‘হাসি মুখ’’ এর এসব ছোটাছুটির লক্ষ একটায় হাসি মুখে থাকবে সবাই।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত