তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে ব্যবসায়ীকে মারপিট ও জখমের ঘটনায় রিকসাচালক সহ তার সহযোগিদের নামে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
যশোরের শার্শা উপজেলার শিকার পুর গ্রামের বর্তমানে যশোর শহরের কারবালা ওয়াপদা গ্যারেজ মোড়ের দাউদ আলী মৃধার ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে শনিবার রাতে এ মামলা করেন। আসামী করা হয়েছে যশোর শহরের খড়কী কবরস্থান এলাকার হাতেম আলীর ছেলে হযরত আলী সহ অজ্ঞাতনামা আরো দুইজনকে।
মামলায় বাদী উল্লেখ করেন, তার কারবালা ওয়াপদা গ্যারেজ মোড়ে চারুলতা হস্তশিল্প নামীয় গার্মেন্টস দোকান রয়েছে। ২৬ সেপ্টেম্বর শনিবার রাত সোয়া ৮ টায় তার দোকানে দু’জন খরিদ্দার কাপড় কিনতে আসে । তাদের মধ্যে ভেকুটিয়ার রুবেলসহ দু’জন। খরিদ্দার দু’জন কাপড় কেনাকেটা করে দোকান হতে বের হয়ে সামনে দাঁড়িয়ে থাকা রিকশা চালক হযরতের সাথে ভাড়া নিয়ে তাদের তর্ক হয়। এমন পরিস্থিতি দেখে দোকান হতে শফিকুল ইসলাম নেমে রিকশা চালক হযরত আলী ও তার দু’জন খরিদ্দারকে গোলযোগ না করার আহবান জানান। এতে করে ক্ষিপ্ত হয়ে উঠে হযরত। এর জেরে রাত সাড়ে ৮টায় রিকশা চালক হযরতস হ তার সহযোগী অজ্ঞাতনামা ২জন দোকানের মধ্যে ঢুকে টেবিলের উপর রাখা স্কেল দিয়ে দোকান মালিক শফিকুল ইসলামকে এলোপাতাড়ীভাবে মারপিট করে। মূহুর্তের মধ্যে শফিকুল ইসলামকে রক্তাক্ত জখম করে।
রাতদিন সংবাদ