Monday, September 16, 2024

যশোরে এক নারীর গলা থেকে সোনার চেইন ছিনতাই করতে যেয়ে ধরা আরেক নারী

- Advertisement -

বাস থেকে নামার সাথে সাথে এক নারীর গলা থেকে কৌশলে আরেক নারী চোর সোনার চেইন ছিনিয়ে নিয়ে পালানোর সময় আটক হয়েছে।  যশোর সদর উপজেলার নতুনহাট বাজারে মনোয়ারা বেগম নামে এক নারীর সাথে এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘটিয়েছেন রিনা বেগম নামের এক নারী। পুলিশ জানিয়েছেনে তিনি নারী চোর চক্রের সদস্য।  তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বাঘাছড়া গ্রামের সানু মিয়ার স্ত্রী ও নুর মিয়ার মেয়ে।সদর উপজেলার বড় মেঘলা গ্রামের মৃত ছবেদ আলীর ছেলে গোলাম হোসেন সরদার শুক্রবার সকালে কোতয়ালি মডেল থানায়  রিনা বেগমসহ অজ্ঞাতনামা ৩/৪জনের বিরুদ্ধে মামলা করেন। তিনি মামলায় উল্লেখ করেন, তার স্ত্রী মনোয়ারা বেগম বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর বিকেলে যশোরের ঝিকরগাছা উপজেলা এলাকায় মেয়ের বাড়ি হতে বাস যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে যশোর সদর উপজেলার নতুনহাট বাজারে মসজিদের সামনে বাস থেকে নামার সাথে সাথে গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন কৌশলে গলা থেকে টান মেরে ছিনিয়ে নেয়। মনোয়ারা বুঝতে পেরে চিৎকার দেয়। এরপর স্থানীয় লোকজন এগিয়ে এসে চোর মহিলাকে আটক করে। মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, চেইন উদ্ধার করা হয়েছে। পরে রিনা বেগমকে আদালতে সোপর্দ করা হয়েছে।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত