যশোরে প্রকাশ্যে ইজিবাইক চুরি করে পালাবার সময় ধরা পড়ে গণপিটুনীর শিকার হয়েছেন রবিউল ইসলাম ওরফে রবি। সে যশোর শহরের আরবপুর ৫নং রেলগেট এলাকার মৃত আব্দুল খালেক শেখ এর ছেলে।এ ঘটনায় তার বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। যশোর শহরের রেলগেট চোরমারা দিঘীর পাড়ের হেফায়েত ফকিরের ছেলে রফিকুল ইসলাম বৃহস্পতিবার রাতে কোতয়ালি মডেল থানায় মামলা করেন। তিনি মামলায় উল্লেখ করেন ,বৃহস্পতিবার তিনি ইজিবাইক চালিয়ে দুপুরের খাবারের জন্য বাড়িতে যান। বাড়ির সামনে বিকেল ৩ টায় ইজিবাইক রেখে ঘরে দুপুরের খাবার খেয়ে আধা ঘন্টা পর বাইরে বের হলে দেখে তার ১লাখ ২০ হাজার টাকার মূল্যের ইজিবাইক নাই। তিনি বিভিন্ন স্থানে খোঁজাখুজির এক পর্যায় বিকেল সাড়ে ৫ টায় মুড়লী মোড় তারা মসজিদ সামনে দিয়ে দেখতে পান তার ইজিবাইক রবিউল ইসলাম ওরফে রবি চালিয়ে যাচ্ছে। সে চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে রবিউল ইসলাম ওরফে রবিকে ধরে গণধোলাই দেয়। পরে তাকে কোতয়ালি পুলিশের কাছে সোপর্দ করে । শুক্রবার রবিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
রাতদিন সংবাদ