Tuesday, September 10, 2024

যশোরে আল্লামা আলাউদ্দিন জিহাদীর মুক্তির দাবিতে মানববন্ধন

- Advertisement -

আহলে সুন্নাত আল জামায়াত বাংলাদেশের কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদীর মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে যশোরে। মঙ্গলবার দুপুর ১২ টায় প্রেসক্লাব যশোরের সামনে আহলে সুন্নাত আল জামায়াত যশোর জেলা শাখা এ মানববন্ধন করে। মানববন্ধন থেকে আলাউদ্দিন জিহাদীর নামে দায়ের করা মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমুলক আখ্যায়িত করে তা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি মিজানুর রহমান ও কেন্দ্র কমিটির সদস্য মুফতি বেলায়েত হোসেন মাজহারি প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, আল্লামা আহমেদ শফীর মৃত্যুর পর আলাউদ্দিন জিহাদীর ফেসবুক থেকে কটুক্তি করে একটি স্ট্যাটাস দেয়া হয়। যা শেয়ার করেন আরো কয়েকজন। এ ব্যাপারে রোববার দুপুরে নারায়নগঞ্জ মহানগর ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশিদ আলাউদ্দিন জিহাদীসহ চার জনের নামে ডিজিটাল ফতুল্লা থানায় একটি মামলা করেন। জিহাদী ফতুল্লার ভুইঘর মাহমুদপুর আবতাহী মুজাদ্দেদিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক। মামলার পর পুলিশ ঐদিনই পতুল্লার মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে মুফতি আলাউদ্দিন জিহাদীকে গ্রেফতার করে।
বিশেষ প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত