Monday, September 16, 2024

যশোরে আপন দুই বোনকে মেরে হাসপাতালে পাঠালো দুইভাই, সহযোগিতায় দুই ভাবি

যশোরে  জমি জমা সংক্রান্ত বিষয়নিয়ে আপন ভাইও ভাবীর হামলায় দুই বোন গুরুতর আহত হয়েছেন। ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি যশোর সদর উপজেলার শংকরপুর চোপদার পাড়া সড়ক (বড় বাড়ী) এলাকায়। মামলায় আসামীরা হচ্ছে,ওই এলাকার মৃত নুর উদ্দিন শেখ এর ছেলে রেজাউল করিম, রফিকুল ইসলাম, রবিউল ইসলামের স্ত্রী মোছাঃ তাসলি বেগম ও রফিকুল ইসলামের স্ত্রী মোছাঃ রোশনি খাতুন।
যশোর শহরের শংকরপুর চোপদার পাড়া সড়ক ( বড় বাড়ী) এলাকার সামসুজ্জোহার স্ত্রী রাবেয়া খাতুন ওরফে শিউলী কোতয়ালি মডেল থানায় বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করেন। মামলায় তিনি বলেছেন, আসামী রেজাউল করিম ও রফিকুল ইসলাম তার আপন ভাই এবং তাসলি বেগম ও রোশনি খাতুন তাদের ভাইয়ের বউ। আসামীরা ক্রয় সূত্রে ১০ শতক ও দান পূত্র সূত্রে ৭ শতক জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। গত ২ সেপ্টেম্বর  সকাল সাড়ে ৯ টায় রাবেয়া খাতুন শিউলীর বড় বোন সেলিনা বেগম নারিকেল গাছ থেকে নারিকেল পাড়তে থাকলে দুই ভাই গালিগালাজের এক পর্যায় হাতে লাঠি সোটা নিয়ে হামলা চালায়। এসময় দুই বোনকে তাদের দুই ভাই ও ভাবীরা মারপিট করে আহত করে। তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রায়হান উদ্দিন
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত