Saturday, September 14, 2024

যশোরে অস্ত্র, মাদক ও জালিয়াতি মামলয় দুই প্রতারকের নামে চার্জশিট

যশোরে অস্ত্র, মাদক ও জালিয়াতি মামলায় দুই প্রতারককে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই ফকির ফেরদৌস আলী। অভিযুক্ত আসামিরা হলো ঝিকরগাছার পুরন্দরপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে সোহাগ ও মণিরামপুরের তাহেরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে শাকিল হোসেন।
মামলার অভিযোগে জানা গেছে, চলতি বছরের ১৬ মার্চ রাতে গোপন সংবাদে পুলিশ জানতে পারে মুড়লী থেকে মাদক নিয়ে চাঁচড়া চেকপোস্টের দিকে আসছে দুই মাদক ব্যবসায়ী। রাত ১১টার দিকে সন্দেহজনক ভাবে দুইজন সহ একটি মোটরসাইকেলের গতিরোধ করে পুলিশ। এসময় তারা দুইজন পুলিশের আইডি কার্ড দেখিয়ে নিজেদের পুলিশ সদস্য পরিচয় দেয়। পরিচয় পত্র ভুয়া মনে হওয়ায় তাদের আটক করা হয়। তাদের একজন সোহাগ ও অপরজন শাকিল বলে পরিচয় দেয়। এরপর তাদের তল্লাশী করে একটি ওয়ান শুটারগান, ১১০পিচ ইয়াবা, পুলিশের একটি নকল আইডি কার্ড, হ্যান্ডকাপের চাবি ও ২০ টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে এসআই অনুপম রায় বাদী হয়ে কোতয়ালি থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় ওই দুইজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।
রাতদিন সংবাদ
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত