যশোরে অবৈধ ইটভাটা স্থাপন ও পরিবেশ দূষনের আলাদা মামলায় দুইজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পরিবেশ অধিদফতর। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা পরিবেশ অধিদফতরের পরিদর্শক শরিফুল ইসলাম। অভিযুক্ত আসামিরা হলো সদরের বাগডাঙ্গা গ্রামের ওলিয়ার রহমানের ছেলে মেসার্স শহিদুল ব্রিকসের মালিক শহিদুল ইসলাম ও মৃত আমিন উদ্দিনের ছেলে মেসার্স টু স্টার ব্রিকসের মালিক আমিরুল ইসলাম। মামলার অভিযোগে জানা গেছে, ২০১৮ সালের ২৯ জানুয়ারি যশোর পরিবেশ অধিদফতর সদরের বাগডাঙ্গা গ্রামের মেসার্স শহিদুল ব্রিকস ও মেসার্স টু স্টার ব্রিকস এন্ড ম্যানুঃ কোং পরিদর্শনে যায়। এ সময় উভয় ভাটায় সনতন পদ্ধতির ১২০ ফুট চিমনী দিয়ে পচিালিত হচ্ছে। ভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে কাঠ। যার কালো ধোয়ায় এলাকার পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। কোন প্রকার লাইন্সেস ছাড়াই অবৈধ ভাবে পরিচালিত হচ্ছে এ দুইটি ভাটা। এ ব্যাপারে ১৮ ফেব্রুয়ারি দুই ভাটার মালিককে কারন দর্শানো নোটিশ দেয়া হয় কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবেনা তা ৩ মার্চের মধ্যে জবাব দিতে। ওই বছরের ৫ মার্চ ভাটায় যেয়ে দেখা যায় তারা পরিবেশ অধিদফতরের আদেশ অমান্য করে ভাটা পরিচালনা করে আসছে। অবশেষে ওই বছরে ৩ জুন পরিবেশ অধিদফতরের পরিদর্শক নিখিল চন্দ্র ঢালী বাদী হয়ে ওই দুই ভাটার মালিকসহ তিনজনকে আসামি করে কোতয়ালি থানায় আলাদা মামলায় করেন। মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় শহিদুল ও আমিরুলকে অভিযুক্ত করে আদালা চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে এজাহারনামীয় আসামি আমিন উদ্দিনের অব্যহতির আবেদন করা হয়েছে।
রাতদিন সংবাদ