যশোরের মণিরামপুর কুচলিয়া স্কুলের পাশে গুলি করে ও গলা কেটে রফিক (৪৫) নামে এক ব্যক্তিকে খুন করেছে দুর্বৃত্তরা। আজ দুপুরের দিকেএঘটনা ঘটে। নিহত রফিক উপজেলার মধুপুর গ্রামের আমারত আলীর ছেলে। তিনি ইজিবাইক চালাতেন। এক সময় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার ছিলেন রফিক।স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম ইজিবাইক চালিয়ে আসছিলেন। কুশলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছুলে দুবৃত্ত্বরা পর পর কয়েকটি গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলি তার বুকে ও অপর একটি গুলি ডান হাতে বিদ্ধ হয়ে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের পাঠানোর ব্যবস্থা নিয়েছে। নিহত রফিকের নামে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। যশোরে অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম দুবৃত্ত্বদের গুলিতে ইজিবাইক চালক নিহতে হয়েছে নিশ্চিত করে বলেছেন, পুলিশ হত্যার রহস্য ও আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তৌহিদুল ইসলাম জানিয়েছেন।
মণিরামপুর প্রতিনিধি
- Advertisement -