Wednesday, September 18, 2024

যশোরের বিশিষ্ট ঠিকাদার বাচ্চুর মৃত্যু

- Advertisement -

যশোরের বিশিষ্ট ঠিকাদার শহরের কাঁচাবাজার এলাকার খানবাড়ীর ছেলে ইমামুর রহমান খান বাচ্চু(৭৫) আর নেই। ইন্না নিল্লাহে—রাজিউন। শনিবার দুপুর ২টা ৪৫ মিনিটে যশোর জেনারেল হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।
নিহতের ভাইপো অপু খান জানান, তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। এরমাঝে তিনি হৃদরোগে আক্রান্ত হন। গত দুইদিন আগে তাকে শহরের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে অবস্থার অবনতি হলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রোববার সকাল ১০ টায় দড়াটানা জামে মসজিদে জানাজা শেষে কারবালা কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে বলে তিনি জানান।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত