Saturday, September 14, 2024

যশোরের বর্ষিয়ান আইনজীবী সালাহউদ্দিন স্বপন আর নেই, শোক

- Advertisement -

যশোরের বর্ষিয়ান আইনজীবী সালাহউদ্দিন স্বপন আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।শুক্রবার রাত ১১ টা ৫৫ মিনিটে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নিহতের ভাইপো সিরাজুস সালেকিন জানান, শনিবার ভোরে নিহতের লাশ নিয়ে তারা ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে রওনা দেবেন। আসর বাদ জেলা স্কুল প্রাঙ্গনে জানাজা শেষে কারবালা কবরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন কিউনি  জনিত রোগ সহ বিভিন্ন রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। এর মাঝে তার অবস্থার অবনতি হয়।পরে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।  ১৫ দিনের মাথায় সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এদিকে বর্ষিয়ান এ আইনজীবীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যশোর জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি এম ইদ্রিস আলী জানান, আগামী রোববার জজ আদালতে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হবে। পরে দুপুর ১২ টায় যশোরজেলা আইনজীবী সমিতির এক নম্বর ভবনের মিলনায়তনে  নিহতের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য,সালাহউদ্দিন স্বপন ১৯৭৮ সালের ২৫ অক্টোবর আইনজীবী সমিতিতে যোগদান করেন। তিনি যশোর শহরের খড়কি এলাকার মৃত আলাউদ্দিন আহম্মেদের ছেলে।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত