Saturday, September 14, 2024

যশোরের নবাগত জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের যোগদান

- Advertisement -

যশোর কালেক্টরেটের ১৩৩তম জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক হিসেবে বুধবার যোগদান করেছেন নবাগত জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। মঙ্গলবার বিকেলে তিনি বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। বুধবার প্রথম কার্যদিবসে তিনি জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে সভা করেছেন। একইসাথে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি।তমিজুল ইসলাম খান জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগে উপসচিব পদে কর্মরত ছিলেন। যুগ্ম সচিব পদোন্নতি পেয়ে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে যোগদান করছেন। পিরোজপুরের সন্তান তমিজুল ইসলাম খান সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি উচ্চতর প্রশিক্ষণে জাপানে যান। প্রশিক্ষণ শেষ করে বরিশালের হিজলা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। পরে পদোন্নতি পেয়ে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। কিশোরগঞ্জ থেকে ফরিদপুরে তিনি যোগ দেন অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে। ফরিদপুর থেকে ফিরে যান অর্থ মন্ত্রণালয়ে। সেখান থেকে আইন মন্ত্রণালয় হয়ে সর্বশেষ যুক্ত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগে।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত