Tuesday, September 10, 2024

যশোরের আলোচিত মহুয়া ক্লিনিক সিলগালা, মালিক খলিল আটক

- Advertisement -

যশোর সদর উপজেলার বসুন্দিয়া মোড়ের আলোচিত মহুয়া ক্লিনিকে মঙ্গলবার সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ক্লিনিক মালিক কোয়াক ডাক্তার খলিলুর রহমান খলিলকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে।
পেশকার নাজমুল হোসাইন জানান, বিকেলে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মহুয়া ক্লিনিকে অভিযান চালান। এ সময় আদালত দেখতে পান ক্লিনিক পরিচালনার বৈধ কোন কাগজপত্র নেই। নেই কোন নার্স। সেখানে রোগী বহনের কোন ট্রলিও নেই। এছাড়া মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার করে অবৈধভাবে ক্লিনিকে রোগী অপারেশনের প্রমাণ পাওয়া যায়। এ সব কারণে আদালত ক্লিনিকটি সিলগালা করে দেন। এছাড়া ক্লিনিক মালিক খলিলুর রহমানকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। অভিযানকালে স্বাস্থ্য বিভাগের দুজন প্রতিনিধি ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত