যশোরকে আধুনিক করতে ১১ দফা দাবি জানিয়েছে বৃহত্তর যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদ। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।তাদের দাবিগুলো হলো—যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা। দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে সেতু নির্মাণ ও ঢাকা পশ্চিম অঞ্চল রেল স্টেশনের মাধ্যমে সংযুক্ত করা। যশোরকে পৃথক বিভাগ ঘোষণা ও পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা। যশোরের ৪টি জেলাকে (নড়াইল, মাগুরা, ঝিনাইদহ ও যশোর) ৪টি বিশেষ অর্থনৈতিক জোন ঘোষণা করা। ৪টি জেলায় পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়, যশোরে কৃষি বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, মহাকবি মাইকেল মধুসূদন দত্ত, ফকির লালন শাহ, চিত্রশিল্পী এস এম সুলতান সংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নড়াইল ও ঝিনাইদহে মেডিক্যাল কলেজ স্থাপন করা। বেনাপোল স্থলবন্দর আধুনিকায়ন এবং যশোরে বাংলাদেশ ব্যাংকের শাখা স্থাপন। ঢাকা-যশোর-বেনাপোল মহাসড়ককে ৪ লেনে উন্নীতকরণের কাজ জরুরি ভিত্তিতে সম্পন্ন করা এবং প্রতিটি উপজেলায় হাইটেক পার্ক স্থাপন করা। বৃহত্তর যশোরের ৪ জেলায় আন্তঃজেলা রেল যোগাযোগ স্থাপন এবং সাতক্ষীরা-যশোর রেললাইন বশিরহাটের সঙ্গে সংযুক্তকরণসহ মাগুরা থেকে নড়াইল এবং মাগুরা থেকে ঝিনাইদহ হয়ে মুজিবনগর পর্যন্ত সম্প্রসারণ করা। একইসঙ্গে কালীগঞ্জ থেকে ঝিনাইদহ পর্যন্ত রেল লাইনটি পুনরায় চালু করা। যশোরের ৪ জেলায় অনতিবিলম্বে গ্যাস সরবরাহ করা। যশোরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ করা, যশোরে পর্যটন নেটওয়ার্ক গড়ে তোলা এবং পর্যটন করপোরেশনের মাধ্যমে একটি পাঁচ তারকা হোটেল নির্মাণ করা।সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিষদটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন পরিষদটির সভাপতি প্রকৌশলী বাবু শৈলেন্দ্র নাথ সাহা, সিনিয়র সহ-সভাপতি কাজী রফিকুল ইসলাম, লে. কর্নেল (অব) সৈয়দ হাসান ইকবাল প্রমুখ।
রাতদিন সংবাদ