আজ সকালে যশোর সার্কিট হাউস মিলনায়তনে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে করোনা ডেডিকেটেড হাসপাতালে যেয়ে রোগীদের শারীরিক খোঁজ খবর ও হাসপাতাল পরিদর্শন করেন প্রতিরোধ কমিটির সদস্যরা। সভায় উপস্থিত ছিলেন প্রতিরক্ষা সচিব ও যশোর জেলার করোনা প্রতিরোধ ও ত্রাণ কার্যক্রমের সমন্বয়ক ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল । এছাড়াও উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক, যশোর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, সেনাবাহিনীর প্রতিনিধি ৩৭ বীর-এর অধিনায়ক, জেলাপরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি। যশোরে করোনা প্রাদুর্ভাবের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। লকডাউন কার্যকর করার ক্ষেত্রে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করে কাজ করার লক্ষ্যে সচেতনতা বাড়ানোর বিষয়ে আলোকপাত করেন সচিব মহোদয়। এছাড়াও স্বাস্থ্য বিধি মেনে অর্থনৈতিক কার্যক্রমকে বেগবান রাখার লক্ষ্যে করণীয় বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সভাশেষে সচিব মহোদয় যশোরের দুইটি করোনা ডেডিকেটেড হাসপাতাল, জিডিএল হাসপাতাল ও বক্ষ ব্যাধি ক্লিনিক পরিদর্শন করেন।দায়িত্বরত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদেরকেে তাদের কাজের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং রোগীবান্ধব এই কার্যক্রমকে আরো মানসম্পন্ন করার জন্য দিকনির্দেশনা দেন।
রাতদিন সংবাদ