যশোর শহরের বেজপাড়া মেইন রোডে পেট্রোল ঢেলে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত রিকসা পুড়িয়ে দেয়ার মামলার আসামি কালুকে আটক করেছে পুলিশ। কালু বেজপাড়া আজিমাবাদ কলোনীর আলম কসাইয়ের ছেলে।গত ২৯ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টার দিকে কালুসহ ৬জন রমজান আলী নামে এক যুবককে মোটরসাইকেল ও রেজাউল করিমের একটি ব্যাটারি চালিত রিকসা পুড়িয়ে দেয়। এই ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়। মামলার আসামি হাবিব নামে এক যুবক আগেই আটক হয়। গত বৃহস্পতিবার কালুকে আটক করে পুলিশ। এই মামলার বাকি চার আসামি এখনো পলাতক রয়েছে। এরা হলো ওই এলাকার রাব্বি, খুরশিদ, জনি ও আকাশ।
রাতদিন সংবাদ
- Advertisement -