যশোর বাঘারপাড়া উপজেলার দুহাকুলা গ্রামের ঈদ গাহের মেহরব( মিনার) ভাঙ্গার প্রতিবাদে স্থানীয় ধর্মপ্রান মুসল্লিরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। শুক্রবার জুম্মাবাদ বাঘারপাড়ার চৌরাস্তায় মানববন্ধনের সভাপতিত্ব করেন, ভাইচ চেয়ারম্যান আঃরউফ মোল্যা। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন হাবিবুল্লা হাবিব,মুপ্তি সাইফুল্লা, আশাফুল আলম ওমিজানুর রহমান প্রমুখ। যশোরের বাঘারপাড়া এসি ল্যান্ড গত বৃহস্পতিবার বিকেলে আগদুগা কুলার ঈদ গায়ের মিনার ভাঙ্গার পৃর্বে স্থানীয় মুসল্লি ও জনপ্রতিনিধিদের সাথে কথা না বলায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।
রাতদিন সংবাদ
- Advertisement -