Saturday, September 14, 2024

যবিপ্রবি বন্ধঃ তিনদিনে খুলনায় গেছে ৪৭০ নমুনা, ফলাফল এসেছে চারটির

- Advertisement -

বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার  নমুনা সংগ্রহ কন্ধ থাকায় এ তিনদিন যশোরের নমুনাগুলো খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ২শ’৭৯, শুক্রবার ৫৭ ও শনিবার ১শ’৩৪ সহ তিনদিনে ৪শ’৭০ নমুনা গেছে খুলনাতে। এ নমুনাগুলোর মধ্যে মাত্র চারটি ফলাফল এসেছে।  একই সাথে রোববার থেকে যবিপ্রবি ফের নমুনা সংগ্রহ করবে বলে জানানো হয়েছে। এদিকে,  শনিবার যশোরে খুলনা থেকে মাত্র তিনটি পজেটিভ ফলাফল এসেছে। তারমধ্যে দুইটি অভয়নগর উপজেলার ও একটি যশোর সদরের। যশোরে এ শনিবার পর্যন্ত যশোরে  মোট আক্রান্ত হয়েছেন ৭শ’৪২জন, সুস্থ হয়েছেন ২শ’৪০ ও শনিবার বেনাপোলের ডাক্তার আমজাদের মৃত্যু সহ জেলায় মারা গেছেন ১৩ জন। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডাক্তার রেহনেওয়াজ রনি। এদিকে,  সদরে আক্রান্ত ব্যক্তি রাঙ্গামাটি গ্যারেজ এলাকার বাসিন্দা। তিনি যশোর ডাক্তারের সংগঠন বিএমএ (বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন) সভাপতি, কিংস হসপিটাল এন্ড ক্লিনিকের পরিচালক কামরুল ইসলাম বেনুর ড্রাইভার। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন অফিসের ডাক্তার আদনান। এবিষয়ে যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন রাতদিন নিউজকে জানান, খুমেকে ৪শ’৭০ নমুনার মধ্যে মাত্র চারটির ফলাফল এসেছে। এ চারটির মধ্যে তিনটি নেগেটিভ ও একটি পজেটিভ। নেগেটিভ তিনটি হচ্ছে যশোরের ডিসি শফিউল আরিফের পরিবারের। তাদের ফলাফল নেগেটিভ এসেছে। এছাড়া শনিবার যশোরের স্বাস্থ্যবিভাগ থেকে পাঠানো নমুনার মদ্যে  একটির ফলাফল এসেছে সেটা পজেটিভ। আক্রান্ত ব্যক্তি যশোর সদরের বাসিন্দা।  অভয়নগরে আক্রান্ত ব্যক্তিদের নমুনা পজেটিভের বিষয়ে তিনি বলেন, তারা নিজে যেয়ে খুলনা থেকে পরীক্ষা করে এসেছেন। ফলে তার নমুনা যশোরের মধ্যে যোগ হবে না। কিন্তু যেহেতু তারা আক্রান্ত হয়েছেন তাই যশোরের আক্রান্ত ব্যক্তিদের তালিকায় তারা যুক্ত হয়েছেন। তিনি আরো বলেন, একসাথে ফলাফল আশা শুরু করলে যশোরে আক্রান্তের সংখ্যা প্রতিদিন ব্যাপক হারে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

বিশেষ প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত