- Advertisement -
বাঘারপপাড়ার রিপন হত্যা মামলার আসামি বরকত খান শুধু যুবলীগই নয় তিনি মুক্তিযুদ্ধ মঞ্চ, যশোর সদর উপজেলা শাখা সভাপতি ও ছিলেন। সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থীর দায়ে তার পদ কেড়ে নেয়া হয়েছে। একই সাথে সংগঠনের সদস্যপদ থেকেও তাকে বহিস্কার করা হয়েছে। সংগঠনটির জেলা সভাপতি শেখ সোয়েব আহম্মেদ ও সাধারন সম্পাদক জাকিয়া সুলতানা বাণি স্বাক্ষরিত এক প্রেস বিঞ্জপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সাথে সংগঠনটির সদর উপজেলা সহ-সভাপতি রাব্বি ইসলাম শুভ কে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে।বিবৃতিতে বলা হয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ এর গঠনতন্ত্র ২২ এর ক, ধারা মোতাবেক , সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী অসৌজন্যমূলক, উশৃঙ্খলা আচরন ও নৈতিকতা বিরোধী কর্মকান্ড জড়িত থাকার অপরাধে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রাতদিন সংবাদ
- Advertisement -