Monday, September 16, 2024

মাদ্রাসাছাত্র মুসা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

- Advertisement -

খুলনায় মাদ্রাসাছাত্র মুসা শিকদার হত্যা মামলায় চার জনকে মৃত্যুদণ্ড ও দুইজনকে খালাস দিয়েছেন আদালত। বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে সব আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন হলেন, বনি আমিন শিকদার, রাহিন শেখ, রাজু শেখ ও নুহু শেখ। এ মামলায় খালাস পেয়েছেন সিরাজ শিকদার ও জসিম শিকদার। রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত ৪ আসামিকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়। আদালত সূত্রে জানা গেছে, ৩০২ ধারায় ফাঁসি ও প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে ও ৩৬৪ ধারা তাদের আরও ১০ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড প্রাদান করা হয়েছে। উল্লেখ্য, ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর সকালে রূপসা উপজেলার আঠারোবেকী নদী থেকে পুলিশ মুসা শিকদারের মরদেহ উদ্ধার করে। মুদি দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে মুসাকে আসামিরা শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দিয়েছিল। এ ঘটনায় নিহতের বাবা মুস্তাকিম শিকদার ২৭ সেপ্টেম্বর আদালতে অভিযোগ দায়ের করেন। আদালতের নির্দেশে ২০১৯ সালের ১৫ জানুয়ারি রূপসা থানায় হত্যা মামলা রেকর্ড হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই মুক্ত রায়চৌধুরী ৬ জনকে আসামি করে ২০১৯ সালের ৩০ মে আদালতে চার্জশিট দাখিল করেন। নিহত মুসা শিকদার ইলাইপুর গ্রামের মুস্তাকিম শিকদারের ছেলে।

খুলনা প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত