Tuesday, September 10, 2024

মণিরামপুর পূরবী সিনেমা হলে অনৈতিক কাজ , পাঁচজনকে ভ্রাম্যমান আদালতের সাজা”

- Advertisement -

অনৈতিক কাজের সময় মণিরামপুর পৌর শহরে পূরবী সিনেমা হলে হাতেনাতে দুই নারী ও দুই পুরুষসহ এক দালালকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে থানায় সোপর্দ করেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী আদালত পরিচালনা করে এই সাজা দেন। এসময় সিনেমা হলটি সিলগালা করেন তিনি। আটককৃতরা হলো- উপজেলার বালিয়াডাঙ্গা খানপুর গ্রামের কালিপদ দাসের ছেলে মহাদেব দাস, বাকোশপোল গ্রামের জাবের মোল্লার ছেলে মনিরুল ইসলাম, মোবারকপুর গ্রামের আজগর আলীর স্ত্রী সুমী খাতুন, কেশবপুরের বড়েঙ্গা গ্রামের মুক্তার মোল্লার ছেলে অজিয়ার মোল্লা ও যশোর সদর উপজেলার শেখহাটি গ্রামের আবজাল হোসেনের মেয়ে সুসমিতা খাতুন। এদের মধ্যে মহাদেব পূরবী সিনেমা হলের কর্মচারী। আদালত মহাদেবকে ছয় মাস ও বাকি চারজনকে তিনমাস করে সাজা প্রদান করেন । এদিকে পূরবী সিনেমা হলে অভিযান চালানোর আগে অনৈতিক কাজের অভিযোগে বাজারের মধুমিতা সিনেমা হলে অভিযানে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী। তখন আদালতের উপস্থিতি টের পেয়ে সিনেমা হলে উপস্থিত সবাই পালিয়ে যান। তার আগে মঙ্গলবার বেলা ১১ টার দিকে পৌরশহরের তাহেরপুর এলাকায় আল আমিন পার্কে অভিযান চালিয়ে অনৈতিক কাজের অভিযোগে পার্কের মালিক আব্দুর রহমানকে দশ হাজার টাকা জরিমানা করে আদালত। পৃথক এসব অভিযানে সঙ্গীয় ফোর্স নিয়ে থানার এসআই হাসান উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী অভিযান ও সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।

মণিরামপুর প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত