Monday, September 16, 2024

মণিরামপুরে মাকে তালাবন্দি করে ছেলের আত্মহত্যা

- Advertisement -

মণিরামপুরে মাকে ঘরে তালাবন্দি করে তারেক রহমান (১৪) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।তারেক ওই গ্রামের শহিদ মোড়লের ছেলে। শুক্রবার সকালে উপজেলার হরিহরনগর পশ্চিমপাড়ায় এঘটনা ঘটে। পুলিশ জানায়, তারেক রহমান ঝিকরগাছা গাজীর দরগার মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। করোনা পরিস্থিতিতে মাদরাসা বন্ধ থাকায় সে বাড়িতে থাকতো। শুক্রবার সকালে তারেক মাঠে ছাগল নিয়ে যেতে চায়। তখন তার মা জেসমিন খাতুন ছেলেকে পড়তে বসতে বলেন। ‘পড়তে না বসলে মাদরাসার হুজুরকে ফোন করবেন’ বলেও মা তাকে শাসান। এতে ক্ষিপ্ত হয়ে মাকে ঘরের ভেতরে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেয় তারেক। এরপর ছাগলের দড়ি নিয়ে কাঁঠালগাছের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক তারিকুল ইসলাম বলেন, ‘শুক্রবার সকাল দশটার দিকে ছেলেটির বাবা মরদেহ নামান। খবর পেয়ে আমরা দুপুরের দিকে ঘটনাস্থলে যাই। মায়ের ওপর অভিমান করে ছেলেটি আত্মহত্যা করেছে বলে জেনেছি। স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

মণিরামপুর প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত