- Advertisement -
মণিরামপুরে আট কেজি কারেন্ট জাল ধ্বংস ও এক দোকানিকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ জাকির হাসান রাজগঞ্জ বাজারে এই অভিযান চালান।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপনকুমার ঘোষ, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা (এনএটিপি-২) তন্ময় চক্রবর্তী, ক্ষেত্রসহকারী অসিতবরণ মিস্ত্রী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর ৪ক (১) ও ৫ (২)(ক) ধারায় কারেন্ট জাল রাখা ও বিক্রির অপরাধে আদালত রাজগঞ্জ বাজারের দোকানি অর্জুনকুমারকে দুই হাজার টাকা জরিমানা করেন। এসময় অর্জুনের হেফাজতে থাকা আনুমানিক আট কেজি কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ফেলা হয়।
রাতদিন সংবাদ
- Advertisement -