Saturday, September 14, 2024

মণিরামপুরে বৃদ্ধার গলায় ছুরি ধরে ধর্ষণ!

- Advertisement -

যশোরের মণিরামপুরে ঋষি পল্লীর এক বৃদ্ধা নারীকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। বাবু বিহারী নামের এক নরপশু এ ঘটনা ঘটিয়েছে। ধর্ষণের শিকার দরিদ্র ওই নারী লোকলজ্জায় ঘটনার ঘটার ছয়দিনেও কাউকে বলতে পারেননি। তবে, বৃহস্পতিবার গণমাধ্যম কর্মীদের কাছে তিনি ঘটনার বর্ণনা দিয়ে কান্নায় ভেঙে পড়েন। ন্যাক্কারজনক এ ঘটনা জানার পর ধর্ষকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ঋষি পল্লীর বাসিন্দারা। পৌর এলাকার মহাদেবপুর ঋষি পল্লীর বৃদ্ধা ওই দরিদ্র নারী গত শুক্রবার দুপুরে অপর এক নারীর সাথে পার্শ্ববর্তী মাঠে শাক তুলতে যান। এসময় একই গ্রামের বাবু বিহারী ওরফে বাবু বাবুর্চি তার সাথে কথা আছে বলে তাকে বলে পাশের আম বাগানে ডেকে নিয়ে গলায় ছুরি ধরে পাশবিক নির্যাতন চালায়। বৃহস্পতিবার সকালে মহাদেবপুর ঋষিপল্লীতে গেলে সেখানকার বিভিন্ন বয়সের নারী-পুরুষের উপস্থিতিতে গণমাধ্যম কর্মীদের সামনে কান্নায় ভেঙে পড়েন ওই বৃদ্ধা। তিনি তার ওপর চালানো নির্যাতনের বর্ণনা দেন। একই পল্লীর বাসিন্দা মান্দার দাস ও পরিমল দাসসহ উপস্থিত নারীরা জানান, এ ঘটনায় ভয়ে এখনো পর্যন্ত থানায় মামলা করা হয়নি। স্থানীয় পৌর কাউন্সিলর গোপাল মল্লিক ক্ষোভের সাথে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এটি স্থানীয়ভাবে মীমাংসার অযোগ্য ঘটনা। ফলে আইনের মাধ্যমে এমন ন্যাক্কারজনক ঘটনায় জড়িত ব্যক্তির কঠোর শাস্তির জন্যে প্রশাসনকে সহযোগিতা করা হবে। জানতে চাইলে, মণিরামপুর থানার ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মণিরামপুর প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত