- Advertisement -
মণিরামপুর পৌরশহরের বিশিষ্ট ব্যবসায়ী রবীন্দ্রনাথ ঘটক হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৬) বছর। সোমবার রাতে হাকোবা মহাশ্মানে তার সৎকার সম্পন্ন করা হয়েছে। তার মৃত্যুতে পৌর শহরে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেছেন, রবীন্দ্রনাথের অকাল মৃত্যুতে মণিরামপুর বাজারে ব্যবসায়ীদের মধ্যে সাময়িক ভাবে ক্ষতিগ্রস্থ প্রভাব পড়লো। বাজারে বহু ব্যবসায়ী মৃত রবীন্দ্রনাথের সহযোগিতায় ব্যবসা-বানিজ্য করে আসছেন দীর্ঘদিন ধরে। মৃত্যুকালে রবীন্দ্রনাথ ঘটক স্ত্রী, দুই মেয়ে ও এক নাতিসহ পরিবারের অন্যান্য সদস্য রেখে যান। তিনি পৌরশহরের মৃত শম্ভুনাথ ঘটকের ছেলে।
মণিরামপুর প্রতিনিধি
- Advertisement -