- Advertisement -
মণিরামপুর (যশোর) প্রতিনিধি : মণিরামপুরে বিদ্যুৎস্পর্শে ঐশ্বর্য বিশ্বাস (১৩) নামে এক বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে।নিহত কিশোর একই উপজেলার নেহালপুর ইউনিয়নের পাঁচাকড়ি গ্রামের দেবু বিশ্বাসের ছেলে। সে স্থানীয় একটি প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্র ছিল। নেহালপুর ইউপি চেয়ারম্যান নজমুস সাদৎ বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উপজেলার হানুয়ার গ্রামে নানা গোপাল মণ্ডলের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। চেয়ারম্যানসহ স্থানীয়রা জানান, সোমবার (৬ জুলাই) বাবা-মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে যায় ঐশ্বর্য। মঙ্গলবার দুপুরে বাড়ির সবাই এক ঘরে খাবার খাচ্ছিলেন। ওই সময় পাশের ঘরে টেবিল ফ্যানের তার নাড়াচাড়া করছিল সে। একপর্যায়ে বিদ্যুতায়িত হয়ে সেখানেই মৃত্যু হয় কিশোরের।
মণিরামপুর প্রতিনিধি
- Advertisement -