- Advertisement -
মঙ্গলবার যশোরে ৩২ জন করোনা শনাক্ত হয়েছেন। এদিনে যবিপ্রবি থেকে আসা ১শ’৪২ নমুনার ফলাফলের মধ্যে ৩১ জন শনাক্ত হয়েছেন। এছাড়া এদিন খুলনা মেডিকেল থেকে ১০ টি নমুনার ফলাফলে আরো একজন শনাক্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে যশোর সদরের রয়েছেন ২৫ জন। এছাড়া কেশবপুরের ৩ জন, ঝিকরগাছার ২ জন, অভয়নগরের ১জন ও শার্শার ১ জন। এ নিয়ে যশোরে মোট শনাক্ত হয়েছেন ৩৫শ’৩৬জন।এদিন যশোরে মৃত্যুর সংখ্যা আরো একজন বেড়েছে। যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের আব্দুল মান্নান(৬৫) নামের একজন গত ৬ সেপ্টেম্বর যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা যান। যার নমুনার ফলাফল পজেটিভ এসেছে। এ নিয়ে যশোরে মারাগেছেন ৪১ জন ও সুস্থ্য হয়েছেন ২২শ’০৪ জন। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডাক্তার রেহনেওয়াজ রনি।
রাতদিন সংবাদ
- Advertisement -