যশোরে আক্রান্তদের মধ্যে রয়েছেন নরেন্দ্রপুরের মাহবুবুর রহমান (৩৫), রূপদিয়ার শহিদুল (২৯) ও মো. রফিকুল (৬৫), বসুন্দিয়ার মুক্তা (৩৮), বেজপাড়ার বাঁধন (২৫), বকচরের মেহেদি (৩৭), লেবুতলার মিলন (৩৫), ঘোপের মনির (৩৫), উপশহরের শহীদ জাকারিয়া (৫৪), চাঁচড়ার কোহিনুর বেগম (৫৬), এড়েন্দার আব্দুল মান্নান (৬৫), খোলাডাঙ্গার তারিফ (৩), ঘোপ নওয়াপাড়া রোডের মো. শাহানুর হোসাইন (৫৩), জেনারেল হাসপাতালের দিলীপ (৩৫), মুড়লির লিয়াকত (৬৫), আরবপুরের মো. রাকিবুল হাসান (৩৩), বেজপাড়ার মো. কামরুন্নাহার (৬৪) ও নসির তাসনিম (১৫), পুলিশ লাইনের ছায়া বিশ্বাস (৭৬), পারকুলিয়ার তুলি (২১),কাজীপাড়া কাঁঠালতলার নাজমুল হুদা (৪৮) এবং ঘোষপাড়ার মো. আনিসুর রহমান (৫৯)। এছাড়া যশোর সদরে নমুনা প্রদানকারী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কৃষ্ণপুরের রবিনকুমার (৩০) করোনায় আক্রান্ত হয়েছেন।ঝিকরগাছায় আছেন বাঁকড়া খোশালনগরের নইমন বিবি (৪৫) এবং ভেকুটিয়া ধোপাখোলার মো. ইমরান হোসেন (২৯)। কেশবপুর উপজেলায় আক্রান্ত হয়েছেন আলতাপোলের মো. হাবিবুর রহমান (৫৬), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শম্পা দেবনাথ (৩০) এবং কলেজপাড়ার সোহরাব হোসেন (৫২)। অভয়নগরে নমুনা প্রদানকারী কেশবপুরের রাশিদা (১৯) এবং শার্শা উপজেলার সাতমাইলের মো. নাজমুন নাহার (৩৮) নামে দুইজনও করোনা রোগী বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে যশোরে মোট শনাক্ত হয়েছেন ৩৫শ’৩৬জন।এদিন যশোরে মৃত্যুর সংখ্যা আরো একজন বেড়েছে। যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের আব্দুল মান্নান(৬৫) নামের একজন গত ৬ সেপ্টেম্বর যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা যান। যার নমুনার ফলাফল পজেটিভ এসেছে। এ নিয়ে যশোরে মারাগেছেন ৪১ জন ও সুস্থ্য হয়েছেন ২২শ’০৪ জন। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডাক্তার রেহনেওয়াজ রনি।
রাতদিন সংবাদ