Tuesday, September 10, 2024

মঙ্গলবার যশোরে আরো ৩৮জন শনাক্ত, মৃত্যু ১

- Advertisement -

মঙ্গলবার যশোরে আরো ৩৮ জন করোনা শনাক্ত হয়েছেন। এদিনে যবিপ্রবি থেকে আসা ১শ’২৯ নমুনার মধ্যে ৩৭জন ও খুলনা মেডিকেল থেকে আসা ১০নমুনার মধ্যে ১ জন শনাক্ত হয়েছেন।শনাক্তদের মধ্যে যশোর সদরের রয়েছেন ১০ জন। এছাড়া অভয়নগরের ৮, বাঘারপাড়ার ৭,  ঝিকরগাছার ৪,মণিরামপুরের ৩, কেশবপুরের ২, চৌগাছার ২ ও শার্শার ২ জন। আজ নতুন ৩৮ জন সহ এ পর্যন্ত যশোরে মোট শনাক্ত হয়েছেন ২৯শ’৭১ জন। এদিন আব্দুল বারী নামের একজনের নমুনা পজেটিভ এসেছে। তিনি ২৩ আগস্ট মৃত্যু বরণ করেছেন।  তিনি যশোর শহরের বাসিন্দা। ফলে মৃত্যুর তালিকায় আরো একজন যোগ হয়ে ৩৭ এ পৌছেছে।   যশোরে মোট সুস্থ্ হয়েছেন ১৮শ’২৩ জন। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডাক্তার রেহনেওয়াজ রনি।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত