- Advertisement -
মঙ্গলবার যশোরে আরো ২৭ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এদিন যবিপ্রবি থেকে আসা ৮৩ ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসা ১টি অর্থাৎ ৮৪ নমনুার ফলাফলে ২৭ জন শনাক্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে ১০ জনই শার্শার বাসিন্দা। এছাড়া সদরের ৬, মণিরামপুরের ৬, কেশবপুরের ৪ ও অভয়নগরের১ জন।বিষয়টি নিশ্চিত করেছেন যশোর সিভিল সার্জন অফিসের মুখপাত্র রেহনেওয়াজ রনি। তিনি আরো জানান, এ নিয়ে যশোরে আক্রান্তের সংখ্যা ১৪১৯ পৌছেছে। এ ছাড়া সুস্থ্য হয়েছেন ৭০১ জন। মৃতের সংখ্যা ২০ তে পৌছেছে। আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউনের কার্যক্রম চলছে বলে জানান তিনি।
রাতদিন সংবাদ
- Advertisement -