Saturday, September 14, 2024

ভিসার মেয়াদ কম থাকলে আগে টিকিট দিচ্ছে বিমান

- Advertisement -

সৌদি আরবগামী ফ্লাইটের টিকিটের প্রত্যাশায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদি এয়ারলাইনসের কার্যালয়ে আজ শনিবারও সকাল থেকে মানুষের ভিড় দেখা যায়। সৌদি এয়ারলাইনস টোকেন অনুযায়ী সৌদিপ্রবাসীদের টিকিট রি-ইস্যু করছে। তবে বিমান বাংলাদেশ তাদেরই আগে টিকিট দিচ্ছে, যাঁদের ভিসার মেয়াদ কম।গত কয়েক দিনের মতো আজ শনিবারও সকাল ১০টা থেকে মতিঝিলে বিমান ও কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইনসের কার্যালয় থেকে টিকিট দেওয়া শুরু হয়। তবে টিকিটের প্রত্যাশায় ভোর থেকেই এই দুই বিমান সংস্থার কার্যালয়ে ভিড় করেন সৌদিপ্রবাসী। এদিন ২৬ ও ২৭ সেপ্টেম্বরের রিয়াদ রুটের রিটার্ন টিকিটধারীদের টিকিট দেওয়া হয়। তবে এর বাইরেও অন্যান্য তারিখের টিকিটধারীরাও বিমান কার্যালয়ে ভিড় করেন। দুপুরে হাত মাইকে ঘোষণা করা হয় যে, যাদের ভিসার মেয়াদ দুদিন আছে, তাদের রোববার টিকিট দেওয়া হবে।তবে বিমানের টিকিট নিতে দীর্ঘ লাইন থাকলেও কোনো ধরনের বিক্ষোভ বা সড়ক অবরোধের ঘটনা ঘটেনি। কিন্তু বিমানের টিকিট দেওয়ার সিদ্ধান্তে অনেক প্রবাসী সমস্যায় পড়েছেন বলে জানান। আবদুল মান্নান নামে এক প্রবাসী প্রথম আলোকে বলেন, ‘আমার ভিসা ও ইকামার মেয়াদ আরও একমাস রয়েছে। কিন্তু কফিল বলছে, দশদিনের মধ্যে কাজে যোগ দিতে। কিন্তু বিমান অফিস থেকে টিকিটের জন্য কয়েক দিন পরে আসতে বলছে।এদিকে সৌদি এয়ারলাইনস কার্যালয় থেকে ডি-১০০ ও ডি-২০০ নম্বরের টোকেনধারীদের টিকিট রি-ইস্যু করা হয়েছে। এ ছাড়া আগের দিন শুক্রবার যাঁরা সিরিয়ালে ছিলেন, এমন টোকেনধারীদের টিকিট দেওয়া হয়। আজ সব মিলিয়ে সৌদি এয়ারলাইনস ৩০০ জনের টিকিট রি-ইস্যু করেছে। এখানে টিকিট প্রত্যাশীরা চাইছেন, ভিসার মেয়াদ দেখে যেন টিকিট দেওয়া হয়। সৌদিপ্রবাসী জামাল হোসেন বলেন, আমার ভিসা ও ইকামার মেয়াদ আছে আর চার দিন। কিন্তু এটি না দেখে আগে এলে আগে পাবেন এই ভিত্তিতে টোকেন দিয়ে টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইনস। এখন টোকেনও পাইনি। টিকিট পাব কবে?

অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত