Saturday, September 14, 2024

ভবদহের পানিবন্দি মানুষের পাশে দাঁড়ালো আমির হোসেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন

- Advertisement -

অভয়নগর (যশোর) প্রতিনিধি
অভয়নগরে ভবদহের পানিবন্দি মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে আমির হোসেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার দুপুরে নওয়াপাড়া প্রেস ক্লাব অডিটোরিয়ামে আমির হোসেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অর্থায়নে ও নওয়াপাড়া প্রেস ক্লাবের সহযোগিতায় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।  এ উপলক্ষে এক আলোচনা সভা আমির হোসেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি দৈনিক নওয়াপাড়ার প্রকাশক-সম্পাদক আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব চৌধুরী মো. হামিদ আল মাহবুব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যুৎ জ্বলানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাওয়ার সেল, বিদ্যুৎ বিভাগের পরিচালক শেখ মুনির আহমেদ। প্রধান বক্তা ছিলেন, আমির হোসেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী ইউনুস হোসেন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মল্লিক ও সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ। খাদ্য সহায়তার মধ্যে ছিল, চাল, ঢাল, তেল সহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।
অনুষ্ঠান শেষে প্রধান ও বিশেষ অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানায় অভয়নগর নওয়াপাড়া পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ফাল্গুন মণ্ডল, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সরদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া ফুলেল শুভেচ্ছা জানায় অভয়নগর উপজেলা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ শাহাজাহানসহ নেতৃবৃন্দ।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত