অভয়নগরে ভবদহের পানিবন্দি মানুষের মাঝে ২৫ হাজার পিস খাবার স্যালাইন পৌঁছে দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন অভয়নগর ব্লাড ব্যাংক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় শুক্রবার ও শনিবার ভবদহ অঞ্চলের পানিবন্দি শতশত পরিবারের বাড়িতে গিয়ে তারা এ স্যালাইন পৌঁছে দেয়।
প্রতি বছরের ন্যায় চলতি বর্ষা মৌসুমে উপজেলার পায়রা, চলিশিয়া, সুন্দলী ও প্রেমবাগ ইউনিয়নের নিম্নঞ্চলে জলাবদ্ধতার শিকার হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার পরিবার। পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে শত শত মানুষ। এমনই এক পরিস্থিতির মধ্যে এগিয়ে এসেছে অভয়নগর ব্লাড ব্যাংক নামের স্বেচ্ছাসেবী সংগঠন।
অভয়নগর ব্লাড ব্যাংকের রক্তদাতারা জানান, শুধু রক্তদান নয়, মানবসেবা করতে অভয়নগর ব্লাড ব্যাংকের সদস্যরা সর্বদা নিয়োজিত আছে। গত দুই দিনে আমরা ভবদহের জলাবদ্ধতার শিকার শতশত পরিবার খুঁজে বের করে তাদের বাড়িতে গিয়ে খাবার স্যালাইন পৌঁছে দিয়েছি। দেখেছি পানিবন্দি মানুষ ও পশুকে এক সাথে বসবাস করতে। মানবেতর জীবন-যাপন করা এই সব মানুষের সেবা করতে আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা।
বাড়ি বাড়ি পৌঁছে দেয়ার পাশাপাশি ভবদহ কলেজ, ভবদহ পুলিশ ক্যাম্প, সুন্দলী এসটি স্কুল এন্ড কলেজ, মশিয়াহাটী ডিগ্রি কলেজ সহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে দুই হাজার পিস করে খাবার স্যালাইন মজুদ রাখা হয়েছে। জরুরী প্রয়োজনে উল্লেখিত স্থান বা আমাদের সাথে যোগাযোগ করলে খাবার স্যালাইন পৌঁছে দেওয়া হবে বলে স্বেচ্ছাসেবী এ সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
খাবার স্যালাইনের ব্যবস্থা করা ও বন্টনের দায়িত্ব অভয়নগর ব্লাড ব্যাংককে দেওয়ায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মাহামুদুর রহমান রিজভী, আরএমও ডা. আলিমুর রাজিব ও মেডিকেল অফিসার ডা. আহম্মেদ ফয়সাল পাভেলকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অভয়নগর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সৈয়দ সোহায়িব ইমতিয়াজ ইয়াদ।
সৈয়দ রিপন(অভয়নগর প্রতিনিধি)