Tuesday, September 10, 2024

বেনাপোল সীমান্ত থেকে নারী শিশুসহ ৭ রোহিঙ্গা আটক

যশোরের বেনাপোল সীমান্তের পুটখালী  দিয়ে ভারতে যাওয়ার সময় ৭রোহিঙ্গাকে আটক করেছে ২১ বিজিবি।তবে কোন পাচারকারী আটক করতে পারেনি বিজিবি। আটকদের মধ্যে তিন নারী ও একটি শিশু রয়েছে। ২১বিজিবি  খুলনা ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর ই এলাহী বলেন, বুধবার দুপুরে বেনাপোলের পুটখালি সীমান্তের চরেরমাঠ থেকে তাদেরকে আটক করা হয়। কক্সবাজার জেলার টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে তারা পালিয়ে ভারত যাওয়ার জন্য এখানে আসেন। আটককৃতরা  হলো আব্দুল হালিম(৫৩), কাওছার আলী (২২),মোসাম্মৎ খুশির বেগম (২১),সৈয়েদুল কাউসার (২১),মোসাম্মৎ কোনাইস বিবি (২৭), মোসাম্মৎ দিলজান খাতুন (১৬) ও শিশু মোহাম্মদ সালমান (১৮ মাস)। এব্যাপারে অবৈধ পারাপারের অভিযোগে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় তাদেরকে সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।
বেনাপোল প্রতিনিধি
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত