Saturday, September 14, 2024

বেনাপোল ইমিগ্রেশনে মাদক মামলার আসামি আটক

- Advertisement -

ভারত থেকে ফেরার সময় মিজানুর রহমান (৩৮)  নামে কক্সবাজারের মাদক মামলার এক আসামিকে গ্রেফতার করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ। পরে আসামিকে পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে ভারত থেকে পাসপোর্ট যোগে ফেরার সময় পুলিশ তাকে গ্রেফতার করে। সে কক্সবাজার সদর থানার টেকপাড়া এলাকার গোলাম মাওলানার ছেলে। তার বিরুদ্ধে কক্সবাজার জেলায় ডিবি পুলিশের কাছে মামলা রয়েছে বলে জানা গেছে।বেনাপোল ইমিগ্রেশনে ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, ভারত থেকে ফিরে মিজানুর ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেয়। এসময় তার বিরুদ্ধে কালো তালিকায় মামলা থাকায় ধরা পড়ে। তাকে পোর্টথানায় সোপর্দ করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, কক্সবাজার ডিবি পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এলে আসামীকে হাতের হাতে তুলে দেওয়া হবে।

বোনপোল প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত