বেনাপোলে পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ ২ নারী ও ২ পুরুষকে আটক করেছে পুলিশ ও মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা।রোববার সকাল ১০ টার সময় ভবেরবেড় গ্রাম থেকে দুই নারী ও বেলা সাড়ে ১২ টার সময় সাদিপুর সীমান্ত থেকে ২ জন পুরুষ মাদক ব্যবসায়ীকে আটক করে।আটককৃতরা হলো যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের আব্দুল আজিজের মেয়ে মনিরা পারভিন (৩৭) বাগেরহাট সদরের যাত্রাপুর গ্রামের আইয়ুব আলী শেখের মেয়ে ফাতেমা খাতুন (২৫) বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের নুর আলীর ছেলে আলমগীর হোসেন (৩৬) ও একই গ্রামের শামসুজ্জুহার ছেলে শারুল মুক্তি (২৭)। বেনাপোল পোর্ট থানার মাসুম বিল্লাহ বলেন, ভবেরবেড় পুর্বপাড়া হাইওয়ে থেকে ওই দুই নারীকে ৩ কেজি গাঁজাসহ আটক করা হয়। অপরদিকে মাদক অধিদপ্তর এর এস আই মনিরুল ইসলাম বলেন, সাদিপুর থেকে দুই জনকে ১ কেজি গাঁজা সহ আটক করা হয়েছে। আটককৃতদের মাদক মামলা দিয়ে বেনাপোল থানায় হস্তান্তর করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন খান ঘটনার সত্যতা শিকার করে বলেন, আটককৃতদের নামে মাদক মামলা দিয়ে যশোর আদালতে চালান দেওয়া হবে।
বেনাপোল প্রতিনিধি