যশোরের শার্শা উপজেলায় করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ কিন্ডারগার্টেন স্কুলগুলোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্থিক অনুদান দাবি করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন শার্শা উপজেলা শাখা। বুধবার (৮ জুলাই) শার্শা উপজেলা বেনাপোল বাজার নুর শপিং কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করে এই দাবি জানানো হয়। এ কর্মসূচিতে শিক্ষকরা আপদকালীন সময়ে সরকার থেকে সহজ শর্তে ঋণ ও অনুদান প্রদান এবং কিন্ডারগার্টেন স্কুলের সমস্যাকে চিহ্নিত করে সমাধানসহ বেশ কিছু দাবি তোলেন। আগামী ৭ আগস্টের মধ্যে প্রতিষ্ঠানগুলো খুলে দেয়ারও দাবী জানানো হয়েছে। শার্শা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহরাব হোসেনের সঞ্চালনায় অবস্থান কর্মসূচি ও মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবু তালহা, সহ-সভাপতি শফিউর রহমান ,সহ-সাধারন সম্পাদক আসাদুজ্জামান, উলাশী কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক জাহিদ হাসান প্রমুখ। মানববন্ধনে অংশগ্রহণ করেন যশোরের শার্শা উপজেলার ৫০টি কিন্ডারগার্টেন-এর প্রায় পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষিকা।
সাইদুর জামান (রাজা )শার্শা প্রতিনিধি