Saturday, September 14, 2024

বেজপাড়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীকে প্রকাশ্যে অপহরণ!

- Advertisement -

শহরের বেজপাড়া কবরস্থান রোড চোপদার পাড়ার এক বাড়ি হতে মাদ্রাসা শিক্ষার্থী সুবাইতা কবীর এশা (১৭)কে প্রকাশ্যে অপহরণের অভিযোগে কোতয়ালি মডেল থানায় হয়েছে। মামলায় ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২/৩জনকে আসামী করা হয়েছে। অপহৃতা মাদ্রাসার শিক্ষার্থীর বাবা এনামুল কবির মুক্তি বাদী হয়ে শুক্রবার রাতে মামলাটি করেন। মামলার আসামিরা হলেন, বেজপাড়া কবরস্থান রোড চোপদার পাড়া বিশ^াস পাড়ার শহিদ (রাজ মিস্ত্রী) এর ছেলে রিয়াজ, সদর উপজেলার রাজারহাট কচুয়া গ্রামের রোকনের স্ত্রী ও শহিদের মেয়ে শ্যামলী এবং বেজপাড়া কবরস্থান রোড চোপদারপাড়া বিশ^াস পাড়ার মৃত আলকাসের ছেলে সোহেল। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা ২/৩জন আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তার মেয়ে আশ্রম রোড মহিলা মাদ্রাসা থেকে এ বছর এসএসসি পাশ করেছে। এশা মাদ্রাসায় আসা যাওয়া প্রাক্কালে রিয়াজ প্রেমের প্রস্তাবসহ বিয়ের প্রস্তাব দেয়। এশা প্রস্তাবে রাজী না হয়ে তার পিতা মাতাকে বিষয়টি জানায়। পরে বাদী রিয়াজের পরিবারকে বিষয়টি জানায়। এতে রিয়াজ ক্ষিপ্ত হয়ে অপহরণের সুযোগ খুঁজতে থাকে। গত ২৮ জুন সকালে এশা তার চাচা হুমায়ুন কবীরের বাড়িতে যাওয়ার সময় সকাল ৬ টায় বাড়ির সামনে অবস্থান কালে রিয়াজসহ তার সহযোগীরা একটি অজ্ঞাতনামা নাম্বারের প্রাইভেট কার নিয়ে এশাকে ফুসলিয়ে প্রাইভেট কারে তুলে রাজারহাটের দিকে চলে যায়।

বিশেষ প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত