বৃহস্পতিবার নতুন করে পজেটিভ হওয়া ২৩ জনের মধ্যে ১৪ জনই যশোর শহরের বাসিন্দা। শহরে করোনা রোগী হিসেবে এদিন বেজপাড়া ও পুরাতন কসবা এলাকার পাঁচজন করে মোট দশজন শনাক্ত হয়েছেন। আজ শনাক্তদের মধ্যে পুরুষের সংখ্যা ১৯। আর নারী চার। শনাক্তদের মধ্যে সরকারি-বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী, ব্যাংকার, পুলিশ, শিক্ষার্থী, গৃহিণীসহ নানা শ্রেণি-পেশা ও বয়সের মানুষ রয়েছেন।
আজ যশোর শহরের বেজপাড়া এলাকার যেসব ব্যক্তির শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে তারা হলেন, জেনারেল হাসপাতালের ৪০ বছর বয়সী এক সিনিয়র স্টাফ নার্স, ১৯ বছর বয়সী এক শিক্ষার্থী, একজন এনজিও কর্মী (৫৫), ৪০ বছর বয়সী এক শিক্ষিকা এবং ৪২ বছর বয়সী এক গৃহিণী। শহরের পুরাতন কসবা এলাকার আরো পাঁচজন বাসিন্দার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তারা হলেন, টালিখোলার বাসিন্দা ও ওষুধ কোম্পানি রেনেটার ৩০ বছর বয়সী এক কর্মী, একই পাড়ার একই কোম্পানির আরেক কর্মী (৩৫), ৪০ বছরের এক ব্যক্তি , ওই পাড়ার বাসিন্দা ও সোনালী ব্যাংক ঝিকরগাছা শাখার সেকেন্ড অফিসার শাহজাহান কবীর (৫৬) এবং মিশনপাড়ার বাসিন্দা কোতয়ালী থানার এসআই মতিয়ার রহমান (৪৫)। পুরাতন কসবা-সংলগ্ন আরবপুর এলাকায় আগে থেকেই করোনাভাইরাসে আক্রান্ত বেশ কয়েকব্যক্তি শনাক্ত হন। আজ সেখানকার আরো এক বাসিন্দা করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। তিনি হলেন, রেনেটা কোম্পানির ৪০ বছর বয়সী এক কর্মী।
এছাড়া যশোর শহর ও শহরতলীর বাসিন্দাদের মধ্যে শনাক্তদের তালিকায় রয়েছেন কেন্দ্রীয় কারাগারের এক রক্ষী, যিনি শেখহাটি এলাকায় বসবাস করেন। রয়েছেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের একজন কর্মী, যার বসবাস রবীন্দ্রনাথ সড়কে। চাঁচড়া রায়পাড়ার ৫৫ বছর বয়সী এক ব্যবসায়ী এবং শহরতলীর পুলেরহাট এলাকার ৪৫ বছর বয়সী আরেক ব্যবসায়ী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের নমুনা পজেটিভ ফল দিয়েছে। জেনারেল হাসপাতালের কোয়ার্টারে বসবাসকারী ৫০ বছর বয়সী এক পরিচ্ছন্নতাকর্মীও আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
এদিন শনাক্তদের মধ্যে অভয়নগরের কোনো বাসিন্দা নেই।
এছাড়া আজ শনাক্ত অন্যদের মধ্যে রয়েছেন চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫৫ বছর বয়সী এক কর্মী; বাঘাপাড়ার উপজেলার ৫০ বছর বয়সী এক ব্যক্তি; একই উপজেলার বহরমপুরের ৩৯ বছর বয়সী এক বাসিন্দা, যিনি ইসলামী ব্যাংক অভয়নগরের নওয়াপাড়া শাখায় চাকরি করেন; শার্শার নাভারন এলাকার ৫০ বছর বয়সী এক ব্যবসায়ী; একই উপজেলার ৬০ বছর বয়সী এক কৃষক, যিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন; ঝিকরগাছা উপজেলার কুলবাড়িয়া গ্রামের ৫৬ বছর বয়সী এক গৃহিণী এবং মণিরামপুরের ৫৩ বছরের এক ব্যক্তি।
বিশেষ প্রতিনিধি