Monday, September 16, 2024

বৃহস্পতিবার যশোরে করোনা শনাক্ত হলেন যারা

- Advertisement -

বৃস্পতিবার যশোরে নতুন করে ১০ জন করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ছয় জন। এছাড়া, অভয়নগরে দুই ও শার্শায় দু’জন রয়েছে। যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে ৬১টি ফলাফল পরীক্ষা করে ১০ জনের পজিটিভ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে তিন হাজার নয়শ’ পাঁচ জন। সুস্থ হয়েছে তিন হাজার চারশ’ ২৯। মৃত্যু হয়েছে ৪৬ জনের।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, শনাক্ত ব্যক্তিরা হলেন, যশোর শহরের রেল রোডের পুরুন্দ রাহা (৬২), আরএন রোডের ইসমত জাহান (৩২), পৌরসভার মেহেদি হাসান (৩৫), শহরতলির শেখহাটির দেবদুলাল রায় (৪৮) এবং সদর উপজেলার ছাতিয়ানতলার রেজাউল করিম (৬০)।
শনাক্তদের মধ্যে আরো রয়েছেন অভয়নগর উপজেলার গুয়াখোলা ছয় নম্বর ওয়ার্ডের ডা. সাদিয়া জাহান (২৯), রাজঘাট চার নম্বর ওয়ার্ডের কুমারেশ দত্ত (৫৫), সদরে নমুনা প্রদানকারী অভয়নগরের সাইফুর জাম্মা (৪৫) এবং শার্শা উপজেলার উত্তর বুরুজবাগানের শহীদুল্লাহ (৬০) ও লক্ষ্মণপুরের শেখ ফজলুল করিম (৬০)।
শনাক্ত ব্যক্তিদের মধ্যে কোনো পুরনো রোগী আছে কি-না তা জানা যায়নি।
এদিকে, গত ২৪ ঘণ্টায় যশোর জেলায় ৬১ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এনিয়ে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা হলো তিন হাজার ১১১ জন। চিকিৎসাধীন অবস্থায় আছেন ৭২৫ জন। এর মধ্যে বাড়িতে চিকিৎসাধীন আছেন ৭১৪ জন এবং হাসপাতালে ১১ জন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা রোগী সন্দেহে নমুনা সংগ্রহ করা হয়েছে ৬৪ জনের শরীর থেকে।

রাতিদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত