Tuesday, September 10, 2024

বুধবার যশোরে ৫০ জন শনাক্ত

- Advertisement -

যশোরে বুধবার  ৫০জন নতুন শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সদরের ২৭ জন, অভয়নগরের ৭জন, কেশবপুরের ৬জন, শার্শার ৪জন,  চৌগাছার তিনজন, মণিরামপুরের দুইজন ও ঝিকরগাছার ১জন  রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডাক্তার রেহনেওয়াজ রনি। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৭৯৯ জন ও সুস্থ্য হয়েছেন ৩৫৩ জন। মারা গেছেন ১৩জন। তিনি আরো জানান, এদিন যবিপ্রবিথেকে ১শ’১৫ টি ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ২০ ফলাফল আসে। তারমধ্যে ৫০ টি নমুনা পজেটিভ। এদিকে যশোর সদরে আক্রান্ত ব্যক্তি দের মধ্যে ডেন্টিস্ট  ডাক্তার সুপ্রিয়া দাশ পিয়াঙ্কা ও তার স্বামী রয়েছেন। এছাড়া আরো একজন ব্যাংক কর্মকর্তা রয়েছেন যিনি করোনায় আক্রান্ত হয়েছেন। অন্যদের শনাক্তের কাজ চলছে বলে যানান সিভিল সার্জন অফিসের কর্তব্যরত এক চিকিৎসক।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত