- Advertisement -
বুধবার যশোরে আরো ৪ জন করোনা শনাক্ত হয়েছেন। এদিনে যবিপ্রবি থেকে আসা ১৭ নমুনার ফলাফলের মধ্যে ৪ জন শনাক্ত হয়েছেন।এছাড়া খুমেক থেকে আরো ৫টি নেগেটিভ ফলফল এসেছে। শনাক্তদের মধ্যে ২ জন যশোর সদরের বাসিন্দা।এছাড়া অয়নগরের রয়েছে একজন ও মণিরামপুরের একজন।এ নিয়ে যশোরে মোট শনাক্ত হয়েছেন ৩৬শ’৮৩জন।এদিন মৃত্যুর সংখ্যায় আরো একজন যোগ হয়েছে। ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের মুরালী দাশ(৮০) নামের একজন যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মারা গেছেন। ফলে যশোরে এ পর্যন্ত যশোরে মৃত্যু হয়েছে ৪৩জনের। সুস্থ্য হয়েছেন ২৪শ’৬৬ জন। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডাক্তার রেহনেওয়াজ রনি।
রাতদিন সংবাদ
- Advertisement -