- Advertisement -
বুধবার যশোরে আরো ৭০ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এদিন যবিপ্রবি থেকে আসা ১৯৬ নমনুার ফলাফলে ৭০ জন শনাক্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে ৪৪ জনই যশোর সদরের বাসিন্দা। এছাড়া কেশবপুর উপজেলার ৯, অভয়নগর উপজেলার ৮, ঝিকরগাছার ৪, মণিরামপরের ৩ ও চৌগাছার ২জন আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর সিভিল সার্জন অফিসের মুখপাত্র রেহনেওয়াজ রনি। তিনি আরো জানান, এ নিয়ে যশোরে আক্রান্তের সংখ্যা ১১শ’৫১ পৌছেছে। এ ছাড়া সুস্থ্য হয়েছেন ৫৬৬ জন। মৃতের সংখ্যা ১৭ তে পৌছেছে। আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউনের কার্যক্রম চলছে বলে জানান তিনি।
রাতদিন সংবাদ
- Advertisement -